কক্সবাজার সৈকতে আমেরিকার সেনা ও বিমান বাহিনীর সদস্যরা, দিচ্ছেন প্রশিক্ষণ


কক্সবাজার সৈকতে আমেরিকার সেনা ও বিমান বাহিনীর সদস্যরা, দিচ্ছেন প্রশিক্ষণ

কক্সবাজার সমুদ্রসৈকতে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমানবাহিনীর সদস্যরা প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছেন। জানা গেছে, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়কবলিতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি প্রশিক্ষণের জন্য তারা কক্সবাজার সৈকতে এসেছেন।

বুধবার সকালে চার দিনব্যাপী প্রশিক্ষণের শেষ হয়। কক্সবাজার সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়।

এ বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতায় সেদেশের সেনা ও বিমান বাহিনীর কয়েকজন সদস্য বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের এই প্রশিক্ষণ দেন। এতে বন্যা ও ঘূর্ণিঝড়ের কবলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া থেকে উদ্ধারসহ নানা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।’

তিনি জানান, সমাপনী দিনে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ বিতরণ করেন প্রশিক্ষকরা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×