চকলেটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার


চকলেটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার

ফেনীর পরশুরামে চকলেটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার  অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত দোকানি নিজাম উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৮ মে) বিকালে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার নিজাম উদ্দিন পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া গ্রামের সুজা উদ্দিনের ছেলে। দক্ষিণ কোলাপাড়া গ্রামের মজুমদার মার্কেটে তার দোকান রয়েছে। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার বেলা ১১টার দিকে পৌর এলাকার কোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মা বাদী হয়ে নিজাম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে পরশুরাম থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাড়ির পাশে তাদের মুরগির খামারে তার বাবাকে ডাকতে যাওয়ার পথেই অভিযুক্ত দোকানদার শিশুটিকে ডাক দেয়। পরে চকলেটের প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে দোকানের শাটার বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। খবর পেয়ে শিশুটির পরিবার ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×