সাতক্ষীরায় ৩৫ জন সাংবাদিক নিয়ে বাস এক্সিডেন্ট


সাতক্ষীরায় ৩৫ জন সাংবাদিক নিয়ে বাস এক্সিডেন্ট

সাতক্ষীরা থেকে ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে। এতে বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন।

রবিবার (১৮ মে) বিকালে সাতক্ষীরা-খুলনা সড়কের মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাটি মোড়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য ঢাকার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সাতক্ষীরায় এসেছিলেন। আজ তারা ফেরার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে। কয়েকজন সামান্য আহত হন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও এতে হতাহতের ঘটনা ঘটেনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×