মাদারীপুরে আ.লীগ নেতা ও ২০০ মৎস্য ব্যবসায়ীর এনসিপিতে যোগদান


মাদারীপুরে আ.লীগ নেতা ও ২০০ মৎস্য ব্যবসায়ীর এনসিপিতে যোগদান

মাদারীপুরের রাজৈর উপজেলায় আওয়ামী লীগের এক স্থানীয় নেতা ও সাবেক কাউন্সিলরসহ দুই শতাধিক মৎস্য ব্যবসায়ী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। শনিবার (১৭ মে) দুপুরে টেকেরহাট বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদানকারীদের মধ্যে ছিলেন খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদার। এ সময় ফুল দিয়ে তাদের বরণ করে নেন এনসিপির স্থানীয় নেতারা।

এনসিপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা প্রতিনিধি মহাসিন ফকির, জাবের হাওলাদার, আজগর শেখ, তরিকুল ইসলাম, বাচ্চু বাঘা, রাজিব বাঘা ও মনির ফকিরসহ অনেকেই।

এই অনুষ্ঠানে আমিনুল হাওলাদার বলেন, “আমি আগেই আওয়ামী লীগ ছেড়ে দিয়েছি। আমার দুই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে অংশ নিয়েছে। আমি তাদের সমর্থন করি। এনসিপি দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে বলে আমি তাদের সঙ্গে যুক্ত হয়েছি।”

রাজৈর উপজেলা এনসিপি প্রতিনিধি মহাসিন ফকির বলেন, “আমাদের আদর্শ ও সততা দেখে তারা দলে যোগ দিয়েছেন।”

এই বিষয়ে জাবের হাওলাদার নামে এক নেতা বলেন, “আমরা দেশে নতুন রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে চাই। ফ্যাসিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবো।”

এ সময় টেকেরহাট কাচাবাজারে চাঁদাবাজি ও দখলের অভিযোগও তোলা হয় বিএনপির বিরুদ্ধে। এনসিপি নেতারা জানান, মাছ ও কাচামাল ব্যবসায়ীদের কাছ থেকে ২০০-২৫০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। এতে সাধারণ ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছেন। এই অবস্থা থেকে মুক্তি পেতেই তারা নতুন দলে যোগ দিয়েছেন বলে জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×