বগুড়ায় উদীচীর জাতীয় সংগীত পরিবেশনে হামলা, আহত ১০


বগুড়ায় উদীচীর জাতীয় সংগীত পরিবেশনে হামলা, আহত ১০

বগুড়ায় উদীচী শিল্পগোষ্ঠীর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে শহরের খোক পার্ক ও সাতমাথার টেম্পল রোডে ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’র ব্যানারে এ হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে দাবি উদীচী নেতাদের।

উদীচীর নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের বগুড়া শাখা বিকেল সাড়ে ৫টায় শহরের শহীদ খোকন পার্কে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালন করতে যান। সেখানে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের ব্যানারে একদল যুবক মিছিল নিয়ে এসে হামলা-ভাঙচুর করেন।
এতে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি শাওন পাল, সাব্বির আহমেদ রাজ, সাদ্দাম হোসেন, বর্তমান সভাপতি জয় ভৌমিক, সাংগঠনিক সম্পাদক জগলুল আফরিক প্রান্তসহ অন্তত ১০ জন আহত হন।

কর্মসূচি পালন না করে শহীদ মিনার থেকে নেতাকর্মীরা সাতমাথায় উদীচী কার্যালয়ে এলে সেখানে আরেক দফা হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এক পর্যায়ে উদীচী কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর করা হয়।

সংগঠনের বগুড়া শাখার সাধারণ সম্পাদক শহিদুর রহমান বিপ্লব জানান, দু’দফা হামলায় তাদের অনেকে আহত হয়েছেন। মাইক, টেবিল ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়।

অভিযোগ অস্বীকার করে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের সংগঠক রাব্বি হায়দার বলেন, হামলার কোনো ঘটনা ঘটেনি। উদীচী সাতমাথায় কর্মসূচি পালন করতে চেয়েছিল। আগে থেকে সেখানে আমাদের কর্মসূচি থাকায় তাদের শুধু নিষেধ করেছি।

সদর থানার ওসি এম এম মঈনউদ্দিন জানান, সাতমাথা এলাকায় দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। আহতদের সম্পর্কে জানা যায়নি। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×