নাটোরে বিএনপির সমাবেশের মাঝে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২


নাটোরে বিএনপির সমাবেশের মাঝে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

নাটোরের গুরুদাসপুরে মতবিনিময় সভায় বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির এক নেতাসহ দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। 

শনিবার (১০ মে) রাত পৌনে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় শিক্ষা সংঘ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন - গুরুদাসপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফি মো. আবু সাঈদ ও বিএনপি কর্মী আফতাব হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গুরুদাসপুরে শিক্ষা সংঘের মাঠে উপজেলা ও পৌর বিএনপির কার্যক্রমকে গতিশীল এবং সংগঠিত করতে মতবিনিময় সভা শুরু হয়। সভার শেষ পর্যায়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় তার বক্তব্যের শেষ পর্যায়ে জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা কামাল গ্রুপের নাজমুল করিম নজু প্রতিবাদ জানান। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।  

একপর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুরুদাসপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফি মো. আবু সাঈদ ও বিএনপি কর্মী আফতাব হোসেন গুলিতে আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, উত্তেজনা ও সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে পুলিশ দুই রাউন্ড শটগানের খোসা উদ্ধার করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×