আওয়ামীপন্থী আইনজীবীর বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


MARCH NAEEM 2ND/adv laks.jpg

লক্ষ্মীপুরে আওয়ামীপন্থী আইনজীবী জি এইচ এম আঃ নুর ওরপে বোমা উকিল (৬৫) এর বিরুদ্ধে নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানিসহ ভূমিদস্যতার অভিযোগ উঠেছে। দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলকাবাসী। 

সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন শত-শত নারীপুরুষ। পরে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হন তারা। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের ভূক্তভোগী বাসিন্দা মো. মুরাদ, নাহিনা আক্তার, ভুলু, কালাম, বাবুলসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্টি আওয়ামী লীগ সরকারের আমলে জি এইচ এম আঃ নুর ওরপে বোমা উকিল দলীয় প্রভাব খাটিয়ে তার নানান বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের নিরীর মানুষের ৫ একর ৯১ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয়। প্রতিবাদ করায় এলাকার মানুষকে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে সে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু দিন আত্মগোপনে থাকলেও এখন আবার প্রকাশ্যে এসে নিরীহ মানুষকে সাজানো মামলা দিয়ে হয়রানি করছে আঃ নুর। তিনি আইনজীবী হওয়ায় তার বিরুদ্ধে অন্য আইনজীবীরা লড়তে চায় না। তাই এলাকার নিরীহ মানুষ আইনী সহায়তা থেকেও বঞ্চিত রয়ে গেছেন। এ ঘটনায় সুষ্টু বিচার দাবি করেন এলাকাবাসী। 

প্রসঙ্গত, এডভোকেট জি এইচ এম আঃ নূর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি। তিনি পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×