হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসলো কচুরমুখি


হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসলো কচুরমুখি

দেশের বাজারে চাহিদা থাকায় ১১ মাস বন্ধের পর আবারও দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে চলতি মৌসুমে প্রথমবারের ভারত থেকে কচুরমুখি আমদানি হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় ভারত থেকে একটি মিনি পিকআপ আমদানি করা কচুরমুখি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। হিলির রোশনি ট্রেডার্স নামের এক আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে এই কচুরমুখি আমদানি করেছে। ভারতের মধ্যপ্রদেশ অঞ্চল থেকে কচুরমুখি আমদানি করা হচ্ছে। সর্বশেষ বন্দর দিয়ে গত বছরের ১৩ মে পণ্য আমদানি করা হয়েছিল।

আমদানিকৃত কচুরমুখি খালাসের দায়িত্বে নিয়োজিত লিয়াকত অ্যান্ড কোং সিঅ্যান্ডএফ এজেন্টের মালিক মুশফিকর রহমান বলেন, আমাদের দেশে যে কচুরমুখি সেটি এখনও উঠতে দেরি আছে। এ ছাড়া ভারতের কচুরমুখি খেতেও বেশ ভালো, যার কারণে দেশের বাজারে চাহিদা থাকায় আমদানি করেছেন।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, চলতি মৌসুমে আজকেই প্রথম হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কচুরমুখি আমদানি করা হয়েছে। রোশনি ট্রেডার্স নামের আমদানিকারক এই কচুরমুখি আমদানি করেছেন। এরপরে সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের দফতরে আবেদন করেছে। আমদানি করা কচুরমুখি পরীক্ষা-নিরীক্ষা করে সনদ প্রদান করা হবে। এরপর কাস্টমস তাদের প্রক্রিয়া সম্পন্ন করে কচুরমুখি ছাড়বে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×