খুব শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এমনটি আমাদের প্রত্যাশা: এ্যানি


খুব শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এমনটি আমাদের প্রত্যাশা: এ্যানি

বিএনপির যুগ্মমহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, খুব শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এমনটি আমাদের প্রত্যাশা। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দায়িত্ব কিন্তু আরও বাড়বে এবং সেই দায়িত্ব খুবই কঠিন ও চ্যালেঞ্জের। তাই সকলকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এ নেতা। এ সময় তিনি নেতাকর্মীদের আরও ধৈর্য ধারণ করতে বলেন এবং নেতাগিরি করতে হলে জনগণকে সম্মান ও সমীহ করতে হবে বলে উল্লেখ করেন। 

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদরের চরমটুয়া মাদ্রাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
 
এ্যানি আরও বলেন, তরুণ প্রজন্ম মনে করেন ১৭ বছরের যে রাজনৈতিক ট্রেন চলে আসছে, সেটাই প্রকৃত (আসল) রাজনীতি। হানাহানি মারামারি করে রাজনৈতিক নেতা বনে যাবেন তেমনটি কিন্তু নয়। রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হলে মন-মানসিকতার পরিবর্তন করে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হতে হবে। ১৭ বছরের রাজনৈতিক যে ট্রেন, ১৭ দিনে বা ১৭ মাসেই যে শেষ হয়ে যাবে তাও কিন্তু নয় বলে মন্তব্য করেন তিনি। 

অনুষ্ঠানে চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার সভাপতি এডভোকেট এম. এন জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রামের পাইলট হাউজের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদুল হাসান, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন প্রমুখ। এতে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা হারুন আল মাদানী ও মোহতামিম মাওলানা আবু তাহের।

পরে মসজিদের নামফলক উম্মোচন করেন প্রধান অতিথি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×