লক্ষ্মীপুরে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন


লক্ষ্মীপুরে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

লক্ষ্মীপুরে ৫ দিন ব্যাপী বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকে কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। 
আগামী ৩ মে পর্যন্ত দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ মেলা চলবে। এতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইয়ে ৩০ শতাংশ ও অন্যান্য প্রকাশনীর বইয়ে ২৫ শতাংশ ছাড় রয়েছে।

বইমেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মেলা পরিদর্শন করেন জেলা প্রশাসকসহ অতিথিরা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেলায় এসে স্টল থেকে বই নিয়ে পড়তে দেখা যায়।

বইমেলার ইনচার্জ অমিত চক্রবর্তীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি প্রফেসর জেডএম ফারুকী, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম তপন ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিনিধি রাজন দত্ত মজুমদার।

অনুষ্ঠানে রাজীব কুমার সরকার বলেন, ‘বই সবচেয়ে বড় বন্ধু এবং বই কিনে কেউ দেউলিয়া হয় না। এগুলো খুব জনপ্রিয় প্রবাদ বাক্যের মর্যাদা লাভ করেছে। শারীরিক স্বস্থ্যের জন্য দুধ যেমন উপকারী, মানসিক স্বাস্থ্যের জন্য তেমন উপকারী হচ্ছে বই। তাই আমরা বইকে আজ ছাত্রছাত্রী ও সর্বস্তরের জনগণের দৌড়গোড়ায় এনে দিলাম।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×