লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র্যালি ও সভা
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:০৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৫

‘দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’- এ প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হন সবাই।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা জজ মোহাম্মদ সাদেকুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আক্তার, মো. আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল আলম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক রফিক উল্যাহ, জজকোর্টের পিপি আহমেদ ফেরদৌস মানিক।