শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ


শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ভোলার মনপুরায় শৃঙ্খলাভঙ্গের দায়ে তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কবির, সাবেক যুগ্ম সম্পাদক মো. সোহরাব হোসেন ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফেরদাউসকে এই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নোটিশ দেয়া হয়।

নোটিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে অবস্থিত ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবসর জনিত কারণে বিদায় সংবর্ধনা দেয় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান কবির। কবির তার বক্তব্যে বিদায়ী প্রধান শিক্ষকের মর্যাদা হানিকর বক্তব্য দেন এবং উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে উশৃঙ্খল আচরনের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বিএনপির সহ-সভাপতি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, যুবদলের সাবেক সভাপতি, ছাত্র ছাত্রী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে উশৃঙ্খল ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে অতিথিবৃন্দ ওই বিএনপি নেতা কবির, তার সহযোগী বিএনপি নেতা সোহরাব ও বিএনপি নেতা ফেরদাউসকে শান্ত করার চেষ্টা করলে তারা আরও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

এছাড়া তাদের নিভৃত করার চেষ্টা করলে তারা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সাথেও অসৌজন্যমূলক আচরণ করেন। এতে বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সামস্ উদ্দিন বাচ্চু চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বরের সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×