পরীক্ষায় নকল সরবরাহ করায় মাদ্রাসা শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড


পরীক্ষায় নকল সরবরাহ করায় মাদ্রাসা শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড

পিরোজপুরের কাউখালী উপজেলায় একটি মাদরাসা পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মধ্যে গাইড বইয়ের টুকরা (নকল) সরবরাহের অভিযোগে এক শিক্ষককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাউখালী কেন্দ্রীয় ফাজিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই কেন্দ্রে ফেকা বিষয়ের পরীক্ষা চলছিল। পরীক্ষার সময়ে কর্তব্যরত শিক্ষক জামাল উদ্দিন পরীক্ষার্থীদের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ের গাইড বইয়ের কপি বিতরণ করেন।

এই অপরাধের জন্য তাকে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এর ধারায় অভিযুক্ত করা হয়। শিক্ষক জামাল উদ্দিন নাঙ্গুলি নেছারিয়া কামিল মাদ্রাসার প্রভাষক।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল মোল্লা। শিক্ষকের এই কর্মকাণ্ড পরীক্ষার নৈতিকতা ও সুষ্ঠুতা বিনষ্ট করেছে, যা শিক্ষার পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×