ডাসারে খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন


ডাসারে খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

মাদারীপুর জেলার ডাসার উপজেলায় সরকারি খাল ও জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কাঁঠালতলা বাজারে এ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা।

বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন শফিজউদ্দিন ঘরামী, অশ্রু তালুকদার, রেদোয়ান হোসেন রুবেল, মীর অহিদুজ্জামান মিঠুসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

এ সময় বক্তারা বলেন, ‘পুরোনো খাল দিয়ে বহু মানুষ যাতায়াত করতো। এই খালের পানি দিয়ে কৃষকরা বিভিন্ন ফসল ফলাতেন। কিন্তু স্থানীয় সৈয়দ শাহ আলম ও সৈয়দ বেলায়েত হোসেন আওয়ামী লীগের ক্ষমতার দাপট খাটিয়ে খালটি ভরাট করে অবৈধভাবে একাধিক স্থাপনা নির্মাণ করেছেন।’

সরকারের কাছে এসব অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করে খাল পুনরুদ্ধার করার দাবি জানান তারা।

এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন, ‘জেলা প্রশাসনের নির্দেশে ডাসার উপজেলায় যেসব অবৈধ দখলদার আছেন বিশেষ করে খাল, তাদের বিরুদ্ধে এ্যাকশন নিয়েছি এবং ইতিমধ্যে শতাধিক দোকান উচ্ছেদ করেছি। এরই ধারাবাহিকতায় ডাসার বাজারে যে অবৈধ স্থাপনা আছে, সে বিষয়ে আজকে মানববন্ধন হয়েছে। সে বিষয়ে আমরা পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালাব।’

এদিকে সৈয়দ শাহ আলম ও সৈয়দ বেলায়েত হোসেন নিজেদের অপরাধ ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। এই ঘটনায় সাংবাদিকরা আদালতে মানহানি মামলা দায়ের করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×