গাজায় ইসরায়েলি গণহত্যা ও হামলার প্রতিবাদে ফিলিস্তিনের মাদারীপুরে মিছিল ও মানববন্ধন


গাজায় ইসরায়েলি গণহত্যা ও হামলার প্রতিবাদে ফিলিস্তিনের মাদারীপুরে মিছিল ও মানববন্ধন

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হযেছে। 

শনিবার (১২ এপ্রিল) বিকেলে মাদারীপুরের মস্তফাপুর পল্লী বিদ্যুতের নিকটে প্রধান সড়কে নানা রকম পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড এবং বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের আ’লা হযরত পীর সাহেব হুজুর কেবলার নির্দেশে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লী ও সাধারণ মানুষ অংশ নেয়। এতে ইসরায়েলের সাথে বাংলাদেশ সরকারের সব চুক্তি বাতিলের দাবিসহ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মাদারীপুর জেলা শাখার সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ হোসেন, খাগদী খানকায়ে ছালেহীয়া দ্বীনিয়া কমপ্লেক্সের উপদেষ্টা মো: মাহবুবর রহমান, সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোজাহার হোসেন সহ খাগদী, খৈয়ারভাঙ্গা ও নয়াকান্দি খানকায়ে ছালেহীয়া দ্বীনিয়া কমপ্লেক্স এর অন্যান্য নেতৃবৃন্দ। 

মানববন্ধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×