শ্বশুরবাড়ি থেকে তোফায়েল আহমেদের পিএস গ্রেফতার


শ্বশুরবাড়ি থেকে তোফায়েল আহমেদের পিএস গ্রেফতার

গাজীপুর মহানগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের পিএস তৈয়ব আলীকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ।

বুধবার বিকাল ৫টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানার ১৬নং ওয়ার্ডের তেলিপাড়া এলাকার শ্বশুরবাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তৈয়ব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। 

তৈয়ব আলীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট প্রমোশন সাব-ইউনিটের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন বলে জানা গেছে। 

মো. তৈয়ব আলী (৪৫) ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ৭নং ওয়ার্ডের পৌর এলাকার মৃত রাজেদ আলীর ছেলে। বর্তমানে বাসন থানার বারবৈকা পালেরপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে মাঝেমধ্যে বসবাস করতেন। তার শ্বশুরের নাম আবদুল গফুর।

বাসন থানার ওসি কায়সার আহমেদ সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রীর পিএস মো. তৈয়ব আলীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×