মাদারীপুরে ইউপি সদস্য বোরহান মোল্লার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন


মাদারীপুরে ইউপি সদস্য বোরহান মোল্লার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মাদারীপুর সদর সাব রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক ও মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার বোরহান উদ্দিন মোল্লার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে মাদারীপুর দলিল লেখক সমিতির উদ্যোগে জেলা রেজিস্ট্রার ও সদর সাব- রেজিস্ট্রার কার্যালয়ের  সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন আমাদের সহকর্মী আমাদের ভাই তার এই নির্মমমৃত্যু আমরা কিছুতেই মেনে নিতে পারছি আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি সেই সাথে আজকে আমরা সমস্ত দলিল লেখকরা একদিনের জন্য কলম বিরতি দিয়েছি। আমাদের দলিল লেখক বোরহান মোল্লাকে যারা নির্মমভাবে কুপিয়ে  হত্যা করেছে সেই হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে তাদের বিচার আওতায় আনতে হবে। 

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন- মাদারীপুর দলিল লেখক সমিতির সভাপতি দিদার ফকির, সাধারণ সম্পাদক আমির হোসেন বাদশা,সদস্য রুহুল আমিন খান, দলিল লেখক গাউছ ইব্রাহিম, আলাউদ্দিন এলিম,জামালউদ্দিন ঘরামী,এফ এম নুরুল আমিন,মোঃ নুরুল ইসলাম,কাজী পলাশ, রোকনুজ্জামান মুন্সি,আরিফুর রহমান সোহাগ প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×