বরিশালে নেশার টাকার জন্য যুবককে খুন
- বরিশাল প্রতিনিধি
- প্রকাশঃ ০২:০১ পিএম, ০৮ এপ্রিল ২০২৫

বরিশালে কচুরীপাড়ার ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। মাদকের টাকা সংগ্রহের জন্য মোবাইল ফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে হাসান প্যাদা (৩০) নামের ওই যুবককে গলায় ফাঁস দিয়ে খুন করেছে দুই মাদকসেবী।
সোমবার (৭ এপ্রিল) বিকালে সংবাদ সম্মেলন করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ কথা জানান।
নিহত হাসান প্যাদা বাবুগঞ্জের বকসিরচর গ্রামের খোকন প্যাদার ছেলে। শনিবার (৫ এপ্রিল) বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়ায় শাহজাহান হাওলাদারের বাড়ি সংলগ্ন কচুরীপাড়ার ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিমানবন্দর থানা পুলিশ তদন্ত করে নিহতের পরিচয় এবং দুই হত্যাকারীকে গ্রেফতার করে। তবে, একই থানায় দুই মাস আগে অজ্ঞাত এক নারী দেহের ১০টি খণ্ডাংশ উদ্ধারের ঘটনার কোনো ক্লু পুলিশ উদ্ধার করতে পারেনি।
তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। গ্রেফতারের পর সাকিব সরদার (২০) ও মুন্না হাওলাদার (২১) হত্যার দায় স্বীকার করেছেন। সাকিব পরিবহনের হেল্পার এবং মুন্না রাজমিস্ত্রি পেশায় ছিল।
দুইজনের স্বীকারোক্তিতে জানা গেছে, বাঘিয়ায় শাহজালাল সড়কে মুন্না ও নিহত হাসান পাশাপাশি বাসায় ভাড়া থাকতো, ফলে তাদের পরিচয় হয়। গত ২ এপ্রিল রাতে মাদক সেবনের জন্য সাকিব, মুন্না এবং হাসান ঘটনাস্থলে যায়।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাকিব হাসানের গলাচেপে ধরে এবং মুন্না তার কোমরের বেল্ট খুলে হাসানের গলায় পেঁচিয়ে ফাঁস দেয়। হাসানের মৃত্যু নিশ্চিত হলে দুইজনে চলে যায়। রাত ১টার দিকে তারা ফিরে এসে হাসানের পকেটে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে এবং মরদেহ টেনে হেঁচড়ে কচুরীপানার ডোবার মধ্যে ফেলে দেয়।
ওসি জাকির হোসেন জানান, সাকিবকে রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় হাসানের কালো রংয়ের বাটন মোবাইল সেট। সাকিবের স্বীকারোক্তি অনুযায়ী, মুন্নাকে গ্রেফতার করার পর হাসানের ব্যবহৃত টর্চলাইট উদ্ধার হয়েছে।
দুইজনকে সোমবার ঘটনাস্থলে নেয়া হলে হত্যায় ব্যবহৃত বেল্ট উদ্ধার হয়। গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি জাকির।