চাঁদপুরে ৬৪ যানবাহনে তল্লাশি, ৭ চালককে জরিমানা


চাঁদপুরে ৬৪ যানবাহনে তল্লাশি, ৭ চালককে জরিমানা

চাঁদপুর শহরের বাবুরহাটে চেকপোস্ট বসিয়ে ৬৪টি যানবাহনে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় লাইসেন্স না থাকায় সাত চালককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (৫ এপ্রিল) চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো বন্ধে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

লেফটেন্যান্ট জাবিদ বলেন, অভিযানে ৬৪টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় লাইসেন্স না থাকায় সাত গাড়ি ও মোটরসাইকেলের চালকের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×