জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত: সারজিস


জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিগত এক যুগ ধরে রাজনীতি আর গণমানুষের রাজনীতি ছিল না। রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা ও রাতের আধারে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া।’

শুক্রবার (৪ দুপুরে) রংপুর নগরীর কেরামতিয়া মসজিদে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।

এ সময় সারজিস আলম আরো বলেন, ‘জুলাই আগস্টে যে রক্তাক্ত নিথর দেহগুলো ছিল। সেগুলোকে আমরা সামনে রাখতে পারি, তাহলে আমরা ২৪ সে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট সেটা থেকে কখনও বিচ‍্যুত হব না। জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত।’

‘জাতীয় নাগরিক পার্টি যদি জনগণের চাওয়া অনুযায়ী কাজ করতে পারে, তাহলে জনগণ তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে।’ 

রংপুরের বাজেটে প্রশ্নে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিগত ১৬ বছরে যত ধরনের বাজেট, সুযোগ-সুবিধা ছিল অঞ্চলভিত্তিক, দক্ষিণ অঞ্চলে সব সময় অগ্রাধিকার পেলেও উত্তরবঙ্গের মানুষ বৈষম্যের শিকার।’

পরে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে রংপুর কমিটির মতবিনিময় অংশগ্রহণ করবেন সারজিস।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×