শাল্লায় বিএনপি-ছাত্রদল সংঘর্ষে আহত ২৫


শাল্লায় বিএনপি-ছাত্রদল সংঘর্ষে আহত ২৫

সুনামগঞ্জের শাল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের মধ্যে হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শাল্লা থানা পুলিশ জানায়, কয়েক মাস ধরেই আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুর ইসলাম ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক মিয়ার মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে বুধবার বিকেলে ঘুঙ্গিয়ারগাঁও বাজারে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে থাকা দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের ২৫ জন আহত হন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার রাত ৮টার দিকে আবারও দুই পক্ষ শাল্লার ঘুঙ্গিয়ারগাঁও বাজারে অবস্থান নেয়। এখনো দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘আর যাতে কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×