গোবিন্দগঞ্জে আগুনে পুড়ে ছাই কৃষকের বসতবাড়ি ও গরু


গোবিন্দগঞ্জে আগুনে পুড়ে ছাই কৃষকের বসতবাড়ি ও গরু

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ির ৪টি ঘড় ভস্মীভূত ও দুইটি গরু পুড়ে মারা গেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের দক্ষিণ পলুপাড়া গ্রামে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, দক্ষিণ পলুপাড়া গ্রামের আকবার আলীর ছেলে কৃষক আব্দুস সোবাহানের বাড়িতে হঠাৎ অগ্নিকণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রাসহ ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ৩টি বসতঘড় ও একটি গোয়ালঘড় পড়ে ভস্মীভূত হয়। আগুনে পুড়ে মারা যায় ২টি গুরু। দগ্ধ হয় আরও বেশ কয়েকটি গরু।
 
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মুক্তি মাহমুদ জানান, অগ্নিকাণ্ডে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×