মাদারীপুরে বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৪


মাদারীপুরে বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৪

মাদারীপুরের শিবচরের কুতুবপুরে তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়েনের বাবু খাঁর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, মাদারীপুরের শিবচরের কুতুবপুরের এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার, শরিয়তপুরের জাজিরা উপজেলার ঢালীকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী, একই উপজেলার জয়নগর এলাকার আলী খান ও রমজান মিয়া।

স্থানীয়রা জানান, নিজ বাড়ি শিবচরের কুতুবপুর থেকে খালাতো ভাই হৃদয় ঢালীকে সঙ্গে নিয়ে পদ্মাসেতুর কাছে ঘুরতে যাচ্ছিলেন মিঠুন তালুকদার। কুতুবপুর ইউনিয়নের বাবু খাঁর ব্রিজের কাছে এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে বেপরোয়া আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিঠুন ও তার খালাতো ভাই হৃদয় মারা যান। 

এ সময় আহত হন ৪ জন। তাদের উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। অবস্থার অবনতি হলে ৪ জনকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় আলী খান ও তার বন্ধু রমজান মিয়ার।

মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভাষ্কর সাহা জানান, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×