ঈদযাত্রায় রেলপথ-মহাসড়কে স্বস্তি


ঈদযাত্রায় রেলপথ-মহাসড়কে স্বস্তি

ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নরসিংদীর রেলওয়ে স্টেশন ও মহাসড়কে চেকপোস্ট বসিয়ে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান চলছে। তাই, এবার ভোগান্তি ছাড়াই সড়ক ও রেলপথে ঈদযাত্রা করছেন ঘরমুখো মানুষ।

শনিবার (২৯ মার্চ) রাত ৮টায় নরসিংদী রেলওয়ে স্টেশনে বখাটে ও টিকিটবিহীন জনসাধারণের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নরসিংদী রেলওয়ে স্টেশনে অভিযান চালায় যৌথ বাহিনী।

জানা যায়, শনিবার রাত ৮টার দিকে স্টেশনের প্লাটফর্ম থেকে বখাটে ও টিকিটবিহীন জনসাধারণকে বের করে দেয়া হয়। পরে রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন বাস-প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথবাহিনী।

সেনাবাহিনীর নরসিংদীর ক্যাম্পের কমান্ডার মেজর নাফিউ  সিদ্দিক রোমান জানান, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে জেলা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ঢাকা-সিলেট মহাসড়ককে প্রাইভেটকার, মাইক্রোবাস,  যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। অভিযানে গাড়ির কাগজপত্র না থাকায়, অতিরিক্ত যাত্রী উঠানো, অতিরিক্ত ভাড়া আদায়, মেয়াদ উত্তীর্ণ কাগজপত্রসহ বিভিন্ন অপরাধে ১২টি মামলা দেয় পুলিশ।

‘বিভিন্ন পরিবহনকে ৬৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল আনোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×