সমাজতন্ত্র রাষ্ট্র গঠনে বাকশালী ষ্টাইলে সকল নেতৃত্ব দেয়ার কারণে মানুষ জিম্মি হয়েছিল


সমাজতন্ত্র রাষ্ট্র গঠনে বাকশালী ষ্টাইলে সকল নেতৃত্ব দেয়ার কারণে মানুষ জিম্মি হয়েছিল

বাংলাদেশ জামায়েত ইসলামী ফরিদপুর অঞ্চলের টীম সদস্য মাওলানা খলিলুর রহমান বলেছেন, ‘সমাজতন্ত্র রাষ্ট্রগঠনে বাকশালী ষ্টাইলে সকল নেতৃত্ব দেয়ার কারণে মানুষ জিম্মি হয়েছিল। দেশকে স্বৈরশাসক থেকে মুক্ত করার পর এখন আমাদের এক থাকতে হবে। যাদের ত্যাগের বিনিময়ে দেশকে স্বৈরশাসক থেকে মুক্ত করা হয়েছে আমাদের মধ্যে একতা না থাকলে আবারো ফ্যাসিষ্ট দেশে চলে আসবে।

তিনি রবিবার (১৬ মার্চ) বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখা আয়োজিত ‘দারিদ্র্য বিমোচনে যাকাত’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।  

জেলা আমীর মাওলানা মোখলেছুর  রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মো: জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, হাজরাপুর দরবার শরীফের পীর সাহেব মাওলানা আবু বক্কর সিদ্দিক, জামায়াত নেতা হাফেজ কে এম ইয়াদুল হক।

জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো: এনায়েত হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম সহ অন্যরা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×