সকালে দোকান খোলার পরই হামলা, ব্যবসায়ীর হাতের রগ কেটে দিল দুর্বৃত্তরা


সকালে দোকান খোলার পরই হামলা, ব্যবসায়ীর হাতের রগ কেটে দিল দুর্বৃত্তরা

রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগে দুর্বৃত্তরা রুহুল আমিন(৫৫) নামে এক মুদি ব্যবসায়ীর দুই হাতের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার (৯ মার্চ) ভোর ৬টার দিকে শান্তিবাগ পানির পাম্পের কাছে এ ঘটনা ঘটে। পরে সকাল ৮টার পর আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

রুহুল আমিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি শাজাহানপুর এলাকায় ভাড়া থাকেন বলে জানিয়েছেন স্বজনেরা। 

আহত মুদি ব্যবসায়ীর শ্যালক আমানুল্লাহ জানান, শান্তিবাগ পানির পাম্পের কাছেই মুদি দোকানের ব্যবসা করতেন তাঁর ভগ্নিপতি। রোববার ভোর ছয়টার দিকে দোকান খুলেছিলেন তিনি। এ সময় অজ্ঞাত পরিচয়ের ২থেকে ৩ জন দুর্বৃত্ত দোকানে এসেই রুহুল আমিনের চোখ বেঁধে ধারালো ছুরি দিয়ে তাঁর দুই হাতের রগ কেটে দেয়।

আমানুল্লাহ বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত রুহুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে তাঁর।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘আজ সকালের দিকে জখম অবস্থায় ওই মুদি ব্যবসায়ীকে হাসপাতালে আনা হয়। বর্তমানে জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×