চট্টগ্রামে দফায় দফায় সংঘর্ষ, অ্যাডভোকেটসহ আহত ২৩


চট্টগ্রামে দফায় দফায় সংঘর্ষ, অ্যাডভোকেটসহ আহত ২৩

চট্টগ্রামের জমি নিয়ে বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অ্যাডভোকেটসহ আহত হয়েছেন ২৩ জন। শুক্রবার (৭ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত চন্দনাইশ সাতবাড়িয়া, কাঞ্চনাবাদ, গাছবাড়িয়া পৌরসভা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, চন্দনাইশ পৌরসভার বদুরপাড়ার মো. আরিফ (১৮), মো. হানিফ (১৫), মো. ইব্রাহিম (২০), অ্যাডভোকেট মো. বাকের চৌধুরী (৫০), সাতবাড়িয়া এলাকার সুমি আকতার (২৪), মো. ফারুক (৩০), হেলাল উদ্দীন সাগর (২৯), আবদুল মজিদ (৬৭), হারুনুর রশিদ (৩১), রুজি আকতার (২৮), মো. লোকমান (৫৭), মো. ফরমান (৩০), আয়শা বেগম (৫৫), মরিয়ম বেগম (৬০) কাঞ্চনাবাদের আরফা বেগম (৫২), রুবি আকতার (৪৫), সিরাজুল ইসলাম (৬০), শাপলা আকতার (২৯), ফাহিম (১৭), পশ্চিম এলাহাবাদের তানিম (১৬), আবদুর রহমান (৫৫), বরকলের সাইদুল ইসলাম চৌধুরী (৩৩) ও দক্ষিণ জোয়ারার দিদারুল আলম (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, আহতদের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। তাদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত পৃথক পৃথক ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা যায়। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×