ভোলাতে ৪ জনকে কুপিয়ে ১৬টি গরু নিয়ে গেল দুর্বৃত্তরা


ভোলাতে ৪ জনকে কুপিয়ে ১৬টি গরু নিয়ে গেল দুর্বৃত্তরা

ভোলার দুর্গম চরে গভীর রাতে চার শ্রমিককে কুপিয়ে ১৬টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত ১টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের চরকচুয়া চরে এই ঘটনা ঘটে। পরে আহতদেরকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় লালমোহন থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। 

আহতরা হলেন মো. সোহেল, মো. মাহিন, মো. সিপন, মো. সিরাজুল। তারা চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা।

আহতরা জানান, গভীর রাতে একদল দুর্বৃত্ত চরে হানা দেয়। প্রথমে তারা ঘুমন্ত শ্রমিকদের চোখে মরিচের গুরা ছিটিয়ে দেয়। পরে লোহার রড এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। একপর্যায়ে চার শ্রমিককে বেঁধে রেখে ১৬ টি গরু নিয়ে ট্রলারে করে চলে যায়। 

গরুর মালিক আবু মাঝি জানান, ওই চরে ১২ মালিকের অন্তত ২০০ গরু আছে। তার ৩ টিসহ বিভিন্ন মালিকের ১৬ টি গরু নিয়ে গেছে। যার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা হবে। 

লালমোহন থানার ওসি সিরাজুল ইসলাম জানাম, 'গরু চুরির একটি মামলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×