গানার্স ইংলিশ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন


গানার্স ইংলিশ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

আর্টিলারি সেন্টার ও স্কুল কর্তৃক পরিচালিত গানার্স ইংলিশ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সম্পন্ন হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্টিলারি সেন্টার ও স্কুলের কমান্ড্যান্ট এবং গানার্স ইংলিশ স্কুলের প্রধান পৃষ্ঠপোষক আ ফ ম আতিকুর রহমান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গানার্স ইংলিশ স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মোসাদ্দেক আবু সায়েক, আর্টিলারি সেন্টার ও স্কুলের অফিসার ও তাদের পরিবারবর্গ, শিক্ষকগণ, গানার্স ইংলিশ স্কুলের ছাত্র/ছাত্রী ও তাদের অভিভাবকগণ।

কোরআন থেকে তেলাওয়াত এবং মেধাবী ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। 

শেষে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শকদের মনোমুগ্ধকর মুহূর্ত উপহার দেয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×