নোয়াখালীতে গলায় ‘কিরিচ ঠেকিয়ে’ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি


নোয়াখালীতে গলায় ‘কিরিচ ঠেকিয়ে’ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নগরে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়িতে এ ডাকাতি হয় বলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান।

ভুক্তভোগী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা বসুরহাট বাজারে ব্যবসায় করি। রাতে দোকান থেকে বাড়ি ফেরা পর্যন্ত বাসার গেট খোলা তাকে। এ সুযোগে রাত ২টার দিকে ৫-৬ জনের একটি ডাকাত দল ভেতরে ঢোকে।’

‘তারা আমার ও আমার মেয়ের মাথায় কিরিচ ঠেকিয়ে জিম্মি করে প্রতিটি ঘরে তল্লাশি চালায়। তারা ঘরের আলমিরাতে রাখা ৬৫ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় ঘরের আসবাবপত্রসহ সবকিছু তছনছ করে ডাকাতরা। পরে বাড়ির আরও দুটি ঘরে ঢুকতে চেষ্টা করে ব্যর্থ হয়ে চলে যায়।’

গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×