বিদ্যালয়ের ভাসানী মঞ্চ থেকে একজনের লাশ উদ্ধার


বিদ্যালয়ের ভাসানী মঞ্চ থেকে একজনের লাশ উদ্ধার

ভোলা জেলা শহরের বাংলা স্কুল মাঠে অবস্থিত ভাসানী মঞ্চ থেকে ফাহিম আহমেদ মুন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়।

ফাহিম আহমেদ বরিশাল সিটি করপোরেশন এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেলিম মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তারা ভোলা জেলা শহরের কাঁচাবাজার এলাকায় সপরিবারে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার বিকেলে বাসা থেকে বের হন ফাহিম। এরপর তিনি রাতে আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে স্থানীয় লোকজন ওই যুবকের লাশটি ভাসানী মঞ্চে ঝুলন্ত অবস্থায় দেখে তার স্বজন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তার লাশটি উদ্ধার করে।

ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মুন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×