আগামী নির্বাচনে দিনের ভোট রাতে হবে না: সরমিন ইসলাম


আগামী নির্বাচনে দিনের ভোট রাতে হবে না: সরমিন ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক (সমাজ কল্যাণ) সরমিন ইসলাম ডেইজী বলেছেন, ‘বাংলাদেশের মানুষ শান্তি প্রিয় মানুষ, দেশের মানুষ শান্তি চায়। এত দিন ফ্যাসিবাদের সরকারের অধীনে ছিল, সেখান থেকে মানুষ মুক্তি পেয়েছে। গণতন্ত্র মুক্তি পেয়েছে, এখন এই গণতন্ত্র মুক্তির স্বাদটা যেন বাংলাদেশের মানুষ পায়। তার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুর সদর উপজেলার উত্তর চিড়াইপাড়া এলাকায় একতা নারী উন্নয়ন সংস্থা আয়োজিত অসহায় ও হতদরিদ্র নারীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এমক কথা বলেন।

অনুষ্ঠানে সরমিন ইসলাম আরো বলেন, ‘আপনারা কখনো দেখেছেন কোন সরকার পালিয়ে গেছে? ফ্যাসিবাদী হাসিনার সরকার পালিয়ে গেছে। খালেদা জিয়া কখনো পালিয়ে যায় নাই। আগামী নির্বাচনে দিনের ভোট রাতে হবে না, দিনের ভোট দিনেই হবে। তাই, আপনারা যোগ্য প্রার্থীদের ভোট দিবেন। যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করলেই আপনার সুফল পাবেন। চেয়ারম্যানরা দুর্নীতি করলে আপনারা সরকারের সুবিধা পাবেন না।’

একতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী চায়না শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো. ফায়েজুল কবির, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা পান্না হাওলাদার, আইনজীবী মো. মহিউদ্দিন আহমেদ সুমন, ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল ইসলাম জেমস, সংস্থার সদস্য রুবিনা আক্তার।

অনুষ্ঠানে চায়না শেখ বলেন, ‘নারী আমাদের সমাজ ও পৃথিবীর ভিত্তি। নারীরা সব সুযোগ-সুবিধা পায় না। আমরা চেষ্টা করছি, নারীদের অধিকার আদায়, মর্যাদা অক্ষুন্ন রাখা এবং তাদেরকে আইনি সহায়তা দিতে। এছাড়া নারীদের শিক্ষা, স্বাস্থ্য, মাতৃত্বকালীন সুরক্ষা, দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। এর মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। তাই, আমাদের কার্যক্রমের অংশ হিসেবে আজকে শতাধিক নারীকে কম্বল দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ভালো কাজ অব্যাহত থাকবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×