চট্টগ্রামে ১৯ নাশকতাকারী গ্রেপ্তার


চট্টগ্রামে ১৯ নাশকতাকারী গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন বিভিন্ন থানা এলাকা থেকে ২৪ ঘণ্টায় ১৯ নাশকতাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (১৪ জানুয়ারি) দিনভর অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- তরিকুল ইসলাম (২৯), সেকান্তর হোসেন মিয়া (৫৩), আবু ফয়সাল (৩৩), মধুসদন দত্ত (৪৫), শওকত হোসেন ওরফে বাবুল (৩৫), মফিজুর রহমান চৌধুরী (২৯), নূর হোসেন (৪৮), ইমন (৩৪), আবু হানিফ (২৫), শুক্কুর আলী বাবু (২৩), পান্না শেখ (১৯), আনিসুর রহমান (১৯), আলাউদ্দিন (৩২), মুরাদ (৩৫), রবিন দাশ (২৭), মোহাম্মদ রাহাদ (২০), শওকত হোসেন বাবু (৩৮), ইশরাত আশরাফি অপি (২৫) ও ফয়সাল আহমেদ ওরফে মানিক (৪২)।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসী বিরোধী আইন ও পেনাল কোড আইনে দায়ের হওয়া এক বা একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×