জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিজের কানে শুনেছি: হাসান হাফিজ


জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিজের কানে শুনেছি: হাসান হাফিজ

জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজ বলেছেন, ‘মেজর জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। তার সেই ঘোষণা আমি নিজের কানে শুনেছি। আমি তখন এসএসসি পরীক্ষার্থী।’

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া এলাকার বকুলতলায় ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসবে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার গ্রহণের পর বক্তব্য দিতে গিয়ে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘মেজর জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতার ঘোষণা করেন। এর ছয় ঘণ্টা পর তিনি আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা করেন। দুটি ঘোষণাই আমি শুনেছি। তবে জিয়াউর রহমানই যে স্বাধীনতার ঘোষক, এটা নিয়ে কোনও বিতর্ক নেই।’

নেত্রকোনা সাহিত্যসমাজ আয়োজিত উৎসবে এ বছর খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হয় বরেণ্য কবি হাসান হাফিজকে।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক বনানী বিশ্বাস, বিশেষ অতিথি জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, খালেকদাদ চৌধুরী ছেলে হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা সাহিত্যসমাজের সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম ও সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরীসহ উৎসবে আগত সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×