ভোলায় ভুয়া ম্যাজিস্ট্রেট ধরল ডিবি


ভোলায় ভুয়া ম্যাজিস্ট্রেট ধরল ডিবি

ভোলায় ভুয়া ম‌্যা‌জি‌স্ট্রেট ও তার সহ‌যোগীসহ তিনজন‌কে আটক ক‌রে‌ছে গোয়েন্দা পু‌লিশ (ডিবি)। আটকরা হ‌লেন, ম‌্যা‌জি‌স্ট্রেট পরিচয়দানকারী মো. আফরান শুভ (৩০), আনসার সদস‌্য মো. হারুন অর র‌শিদ (৪৩) ও গাড়ি চ‌ালক মো. বাবুল হাওলাদার।

এদের ম‌ধ্যে ভুয়া ম‌্যা‌জি‌স্ট্রেট শুভ'র মনপুরা উপ‌জেলা ও বাকিরা বোরহানউদ্দিন উপ‌জেলার বা‌সিন্দা বলে জানা গেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বি‌কেল সা‌ড়ে ৪ টায় ভোলা পু‌লিশ সুপার কার্যাল‌য়ে এক সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানান অতিরিক্ত পু‌লিশ সুপার মো. আস‌াদুজ্জামান।
 
তিনি বলেন, সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কে ভুয়া ম‌্যা‌জিস্ট্রেট প‌রিচ‌য়ে মোবাইল কোর্ট প‌রিচ‌ালনা সংক্রান্ত এক‌টি পোস্ট দে‌খে ডি‌বি পু‌লি‌শের এক‌টি টিম অভিযান চালায়।

প‌রে বৃহস্প‌তিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সা‌ড়ে ১০ টার দি‌কে ভোলার বোরহানউদ্দিন ও লাল‌মোহন উপ‌জেলা থে‌কে ভুয়া ম‌্যা‌জি‌স্ট্রেটসহ ওই দুইজন‌কে আটক করা হয়। এসময় ত‌া‌দের ক‌াছ থে‌কে মোবাইল কোর্ট প‌রিচালনা করার এক‌টি ভুয়া অনুম‌তিপত্র, আইডি কার্ড ও জ‌রিমানা করার কাগজপত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×