অপারেশন ডেভিল হান্টে বাগেরহাটে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ১২


অপারেশন ডেভিল হান্টে বাগেরহাটে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ১২

বাগেরহাটে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আজিজুল মশাদীসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে মোংলায় দুই, মোরেলগঞ্জে তিন, কচুয়ায় দুই, মোল্লাহাটে এক, ফকিরহাটে দুজনকে আটক করা হয়েছে। আটকদের জেলার ফকিরহাট উপজেলার মানসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আজিজুল মশাদী রয়েছেন। সরকারের পতনের সময় ও পরে বাগেরহাটে হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনের বেশ কয়েকটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, ‘বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×