ভোলায় বাস মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার


ভোলায় বাস মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার

ভোলায় জেলা প্রশাসকের আশ্বাসে ২৪ ঘণ্টা পর বাস মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বাস মালিক পক্ষ ও সিএনজি চালকদের মধ্যে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক  মো. ফজলুর রহমান বাচ্চু মোল্লা। 

এর আগে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এ সময় দুটি বাস ও ৮টি সিএনজিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিক এবং সিএনজি চালকরা। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০ জন।

এ বিষয়ে ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। তাই পুলিশ কোনো আইনি ব্যবস্থা নেবে না।   

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. আজাদ জাহান, ভোলা জেলা বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন ও সিএনজি মালিক সমিতির সদস্য প্রমুখ। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×