হাই হিলের জুতার ভেতরে ইয়াবা, গ্রেপ্তার মাদক কারবারি


হাই হিলের জুতার ভেতরে ইয়াবা, গ্রেপ্তার মাদক কারবারি

লক্ষ্মীপুরে পাঁচ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাহমুদুল হাসান জিহাদ (২৪) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এত সংখ্যক ইয়াবা সে মহিলাদের হাই হিল জুতার ভেতরে নিয়ে বহন করছিল।

গ্রেপ্তারকৃত জিহাদ লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সুলতান আহম্মেদ মুন্সি বাড়ির মো. জসিম উদ্দিনের ছেলে। 

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

এর আগে বুধবার ভোর রাতে পৌর শহরের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাত হোসেন টিটো বলেন, ‘পৌর শহরের পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় ইয়াবাসহ এক ব্যক্তি অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জিহাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা লেডিস হাই হিল জুতার ভিতর থেকে ৫ হাজার ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ১৬ লাখ ২০ হাজার টাকা। 

তিনি জানান, গ্রেপ্তারকৃত জিহাদ বিভিন্ন কৌশল অবলম্বন করে কক্সবাজার-চট্টগ্রামসহ একাধিক এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় মাদকসেবীদের কাছে উচ্চমূল্যে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হবে। মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×