ভোলায় বাসস্ট্যান্ড দখলে সংঘর্ষ চলছে


ভোলায় বাসস্ট্যান্ড দখলে সংঘর্ষ চলছে

ভোলা বাসস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। একে অপরের ওপর ধারালো অস্ত্র, ইটপাটকেল নিক্ষোপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ ঘটনায় ভোলার অভ্যন্তরীণ সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে রাত পৌনে ৯টা পর্যন্ত সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সরেজমিন দেখা গেছে, বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কেয়কটি বাস ও অটোরিকশায় আগুন জ্বালিয়ে দিয়েছে। সিএনজিচালিত অটোরিকশাগুলোতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস।  

এদিকে, আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চললেও প্রশাসনের পক্ষ থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×