ছাত্রকে যৌন নির্যাতন মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার


ছাত্রকে যৌন নির্যাতন মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

এক স্কুল ছাত্রকে যৌন নির্যাতন মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে র্যাব।

র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে সিরাজগঞ্জ শহরে পলাতক থাকা অবস্থায় বহিস্কৃত বিএনপি নেতা জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়। এক স্কুল ছাত্রকে যৌন নির্যাতনের মামলা থাকায় গ্রেপ্তারের পর তাকে চৌহালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত শনিবার রাতে পূর্ব পরিচয়ের সূত্র ধরে চৌহালী উপজেলা সদরের চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে বিএনপি নেতা জুয়েল রানা ওই শিশুটিকে জোরপূর্বক যৌন নির্যাতন করেন। এরপর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত সোমবার রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে জুয়েল রানার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ কারনে মঙ্গলবার রাতে জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করে জেলা বিএনপি। এরপর থেকে তিনি গা-ঢাকা দিয়েছিলেন।

উল্লেখ্য, নির্যাতনের শিকার ১৩ বছর বয়সী ওই শিশু চরসলিমাবাদ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সম্ভুদিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×