মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন শাহিন, দুর্বৃত্তের গুলি আটকে আছে ফুসফুসের পাশে


মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন শাহিন, দুর্বৃত্তের গুলি আটকে আছে ফুসফুসের পাশে

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে আহত স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীন শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া রসুলবাগ মসজিদের সামনে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়। 

নগরীর ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন। 

তাঁর ভাই সুমন শেখ জানান, মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৫-৬ জন সন্ত্রাসী শাহীনকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালায়। একটি গুলি তার বাম কানের ওপরে বিদ্ধ হয়ে বেরিয়ে যায়। আরেকটি গুলি পিঠে বিদ্ধ হয়ে ফুসফুসের পাশে আটকে আছে। 

তিনি আরও জানান, রোববার (১৯ জানুয়ারি) ভোর ৫টায় ঢামেক হাসপাতালে শাহীনের অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা তাঁর ফুসফুসে জমাট বাঁধা রক্ত অপসারণ করেছেন, তবে গুলি বের করতে পারেননি।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির উল গিয়াস জানান, হামলার কারণ শনাক্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×