চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের বার্ষিক সাধারণ সভা ও স্বেচ্ছাসেবক সম্মাননা


চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের বার্ষিক সাধারণ সভা ও স্বেচ্ছাসেবক সম্মাননা

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা-২০২৪ ও স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান অনুষ্ঠান শনিবার (১১ জানুয়ারি) সম্পন্ন হয়েছে।  

ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশের সভাপতিত্বে সিটির আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট মাঠেে এ আয়োজন সম্পন্ন হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন প্রাক্তন যুব প্রধান ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক আলাউদ্দিন পাটোয়ারী, প্রাক্তন যুব প্রধান কাজী তোফিকুল আজম ও ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, সিনিয়র যুব সদস্য সাইফুল কাদের বিদ্যুৎ, আশরাফ মাসুদ, এএসএম ইরফান, এসআই বেলাল, ইফতেখার, রাজিব দেব, মোহিত দেবনাথ, তম্বী বড়ুয়া, জনি চৌধুরী, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট যুব প্রধান আ ন ম তামজীদ।

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের প্রশাসন সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান অভিষেক চৌধুরীর সঞ্চালনায় সভায় বছরব্যাপী উল্লেখযোগ্য সেবা কার্যক্রম তুলে ধরেন। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের বার্ষিক কার্যক্রমের শোক প্রস্তাব উপস্থাপন করেন উপ যুব প্রধান-১ মোহাম্মদ মাহামুদুর রহমান, বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন উপ যুব প্রধান-২ ফয়সাল হোসেন, প্রশাসন সাংগঠনিক ও নিয়োগ বিভাগ ও প্রশিক্ষণ ও সহশিক্ষা  বিভাগের রির্পোট উপস্থাপন করেন অভিষেক চৌধুরী, আইসিটি, মিডিয়া কমিউনিকেশন বিভাগের রির্পোট উপস্থাপন করেন উপ প্রধান রাকিব রায়হান, স্বাস্থ্য সেবা বিভাগের রির্পোট উপস্থাপন করেন বিভাগীয় প্রধান মো. মাহাবুবুল আলম বাপ্পি ,দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের রির্পোট উপস্থাপন করেন উপ প্রধান সিরাজুল করিম হিরো, সম্পদ সংগ্রহ বিভাগের রির্পোট উপস্থাপন করেন বিভাগীয় প্রধান উম্মুল আঁখিয়ার।

ওই সেবাবর্ষে শিক্ষা প্রতিষ্ঠানে দল গঠন, প্রশিক্ষণ, রক্তের ব্যাগ সংগ্রহ ও রক্তের গ্রুপ নির্ণয়সহ বছরব্যাপী যেসব সেবা কার্যক্রম চালানো হয়, তা রির্পোটে তুলে ধরা হয়।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন জরুরী প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, পরবর্তী চট্টগ্রাম জেলার আওতাধীন ১৫টি উপজেলায় ট্রাফিক সচেতনতা কার্যক্রম ও সম্প্রতি ফেনী, মীরসরাই ও ফটিকছড়িতে আকস্মিক বন্যায় সেবা কার্যক্রম পরিচালনাকারী স্বেচ্ছাসেবকদের সম্মাননা স্মারক ও সনদ দিয়ে সম্মাননা দেয়া হয়।  

অনুষ্ঠানে কৃষ্ণ দাশ  বলেন, ২০২৫ সালের মধ্যে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার আওতাধীন ১৫টি উপজেলা  সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে যুব নেতৃত্বের প্রসার ঘটাতে হবে। বিশেষ করে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের  যুব সদস্যদের নৈতিক ও মানবিক গুণে গুণান্নিত হয়ে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যেতে সর্বদা প্রস্তুত থাকতে হবে। চট্টগ্রামের প্রত্যেকটি উপজেলায় রেড ক্রিসেন্ট দল গঠনের জন্য যেসব সহযোগিতা প্রয়োজন, তাই করা হবে। কোন ব্যক্তি উদ্দেশ্যর জন্য কেউ রেড ক্রিসেন্টকে ব্যবহার করতে পারবে না। মানুষের জন্য মানবিকতায় সেবায় রেড ক্রিসেন্ট কার্যক্রম চালাতে হবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×