কেরানীগঞ্জে ৭০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ


কেরানীগঞ্জে ৭০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

শীতে কাপছে সারাদেশ। আবহাওয়া অফিস বলছে, ‘পরিস্থিতি ঠিক হতে সময় লাগবে। আজ বুধবার (৮ জানুয়ারি) ঢাকার নিকটবর্তী কেরানীগঞ্জে দরিদ্র শীতার্ত মানুষের জন্য ছিল আনন্দের। কারণ, কেরানীগঞ্জে ৭০০ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলার গদারবাগে ইউরো-বাংলা বিল্ডার্স এন্ড টেকনোলজি (প্রা.) লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ আসাদ রাসেল সহ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের একাধিক পরিচালক।

দরিদ্র শিশু শিহাব (৯) জানায়, শীতে ভীষণ কষ্ট পাচ্ছিলাম পরিবার নিয়ে। এত টাকা নাই বড়লোকদের মত। তাই কিনতে পারিনি। আজ সাহেবেরা আমাদের জন্য আয়োজন করায় ভীষণ খুশী।

কি কি পেলে এই প্রতিবেদকের এমন প্রশ্নে জানায়, দুইটা কম্বল পেয়েছে তার পরিবার। 

দরিদ্র ভ্যান ড্রাইভার মহিবুল (৫৬) আল্লাহ হেগো ভাল করুক বলতেই অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। নিউমোনিয়া আক্রান্ত হয়েছিলেন জানিয়ে বলতে গিয়ে গলা কাঁপছিল তার।

শাহানা আক্তার (৪২)জানান, খুব ভাল লাগছে। যারা দিয়েছে, তাদের জন্য অনেক দোয়া। 

কেরানীগঞ্জে আজই বড় শীতবস্ত্র বিতরণে ৭০০ মানুষ সহায়তা পেয়েছেন। যেটা বেশ প্রশংসা কুড়িয়েছে স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। 

মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়। 

আয়োজন সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের অপারেশন হেড কমল চন্দ্র পাল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×