বোরহানউদ্দিনে আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য


বোরহানউদ্দিনে আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য

ভোলার বোরহানউদ্দিনে ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। গুরুতর আহত পুলিশের অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) আলমাস ও নুরুল ইসলাম বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

সোমবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের আলিমুদ্দিন বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নসু মিয়ার ছেলে রুবেলকে (৪০) ধরতে উপজেলার বাটামারা ইউনিয়নের তার বাড়িতে অভিযান চালায় এএসআই আলমাস ও নুরুল ইসলাম।

এসময় আসামির স্বজনেরা তাদের ওপর অতর্কিত হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। একই সঙ্গে ওই দুই পুলিশ সদস্যকে এলোপাতাড়ি মারধর ও ছুরি দিয়ে মাথায়, হাতে ও পিঠে আঘাত করে। 

ওসি আরও জানান, পরে তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে বলেও জানান তিনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×