বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত আট, দুইজন আইসিইউতে


বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত আট, দুইজন আইসিইউতে

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর আচমকা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল তিনটার দিকে সিটির শিববাড়ির মোড়ে জিয়া হলের সামনে ঘটনাটি ঘটে।

হামলায় আটজন আহত হয়েছেন। এরমধ্যে নারীসহ তিনজনের অবস্থা গুরুতর। দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি জানান, শিববাড়ির মোড়ে জিয়া হলের এরিয়ার মধ্য থেকে তারা মোটরসাইকেলে করে বের হচ্ছিলন। এ সময় এক দল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলায় চালায়। এতে তিনিসহ আটজন আহত হন। এ সময় তাদের রক্ষা করতে নারীরা এগিয়ে এলে তাদের ওপরেও হামলা করা হয়। এতে সাদিয়া ও দিয়া নামের দুইজনসহ তিনজন গুরুতর আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

‘খুলনার মত শহরে প্রতিদিন গুলির ঘটনা ঘটছে। দিনকে দিন প্রশাসনের গাফিলতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এগুলো নিয়ে আমরা হতাশ।’

স্থানীয় সূত্রে জানা যায়, আহতরা জিয়া হল চত্বর দিয়ে বের হচ্ছিলেন। এ সময় ১৬-১৭ জনের একটি দল তাদের অতর্কিত হামলা চালায়। তখন স্থানীয়রা ছেলেদের রক্ষার চেষ্টা করেন। পরে মেয়েরা ঠেকাতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় দুইজন গুরুতর আহত হন।

সোনাডাঙা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক পর্যায়ে শুনেছি, তারা নিজেদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি করেছেন। এ বিষয়ে কেউ এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। আহতদের বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারলাম তারা ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×