ভোলায় বিপুল অস্ত্র ও বোমা উদ্ধার, আটক ছয়


ভোলায় বিপুল অস্ত্র ও বোমা উদ্ধার, আটক ছয়

ভোলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বোমাসহ ছয়জনকে আটক করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) ভোরে সদরের শিবপুর ইউনিয়নের রতনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মো. মফিজুল হক মজু (৬২), মো. শাকিল (২৬), মো. মোবারক (৩৮), মো. ইব্রাহিম (২৩), মো. মামুন (৩২) ও মো. সিকান্দার (৬৪)। 

জানা গেছে, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, ভোলা সদরেরর বিভিন্ন চর এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী মো. মফিজুল হক মজুর নেতৃত্বে এক দল কুখ্যাত সন্ত্রাসী দীর্ঘ দিন ধরে জমিদখল, চাঁদাবাজি, নদীতে অসহায় জেলেদের মাছ ও টাকা লুট এবং অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছে।

‘পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ ডিসেম্বর) মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোন শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে বিশেষ অভিযান চালায়। এরপর তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে একটি দেশিয় আগ্নেয়াস্ত্র, দশটি দেশিয় অস্ত্র ও ২৯টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।’

জব্দকৃত সব আলামতসহ আটককৃতদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×