শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক


শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক
চিংড়ি পলাশ

যৌথ অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশকে আটক করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে ১২টা ৪০ মিনিটের দিকে খুলনা সিটির সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও নৌবাহিনী। 

অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ ও তার স্ত্রী পারভীন সুলতানা তিতলীকে আটক করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ি তল্লাশী করে পাঁচটি ককটেল, দুইটি রামদা, দুইটি চাইনিজ কুড়াল ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

চিংড়ি পলাশ দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত এবং তার নামে সোনাডাঙ্গা থানায় হত্যা, মাদক ও অস্ত্র মামলাসহ আটটি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। 

তাকে আটক করার ফলে এলাকার জনগণ স্বস্তি প্রকাশ করেছেন এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায়। 

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ স্ত্রীসহ চিংড়ি পলাশকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×