ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুলের ৫০ বছর পূর্তি উদযাপন


December 2024/Eastern.jpg

রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) দ্বারা প্রতিষ্ঠিত চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুল তার ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) উদযাপন করেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শরীফ হাসনাত। ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আমির মাসুদ। অনুষ্ঠানে বক্তব্য দেন ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি মো. ইমাম হোসেন ও ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঈনুদ্দিন।

অনুষ্ঠানে শরীফ হাসনাত বলেন, ‘ইআরএল শুধু রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগার নয়, শিক্ষা ক্ষেত্রেও অবদান রাখছে। ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুল প্রতিষ্ঠা করে, শিক্ষা খাতে অবদান রেখেছিল যেখান থেকে হাজার হাজার মেধাবী ছাত্র-ছাত্রী হয়ে উঠছে চিকিৎসক, প্রকৌশলী, মার্চেন্ট মেরিনার, সেনা কর্মকর্তা, সাংবাদিক, বিসিএস ক্যাডার। স্কুলের অনেক ছাত্র বিদেশে ভাল করছে।’

তিনি আরো বলেন, ‘ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুলের ৫০ বছর চট্টগ্রাম অঞ্চলের শিক্ষায় একটি উল্লেখযোগ্য মাইলফলক। আমরা স্কুলের জন্য সবকিছু ভাল করব। উচ্চ বিদ্যালয়কে কলেজে আপগ্রেড করার জন্য ইআরএলের একটি পরিকল্পনা রয়েছে।’

আমির মাসুদ বলেন, ‘ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুলের উন্নয়নে বিপিসির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এটি বাংলাদেশের পাশাপাশি চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এবং এর অনেক শিক্ষার্থী দেশে ও বিদেশে তাদের পেশাগত জীবনে ভাল করছে।’

ইআরএল, স্কুল কর্তৃপক্ষ ও ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে ৫০ বছর পূর্তি উদযাপন করে। এর প্রায় দুই হাজার শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং বিদেশেও অংশ নেয়। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুলে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বরণ, লঞ্চ, নৈশভোজ, আলোচনা ও স্মৃতি বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইআরএল ১৯৭৪ সালে সিটির পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুল প্রতিষ্ঠা করে। এসএসসির ফলাফলের ক্ষেত্রে বিদ্যালয়টি চট্টগ্রামের অন্যতম সেরা বিদ্যালয়। স্কুল থেকে কয়েক হাজার শিক্ষার্থী পাস করেছে। বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এখন চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, মার্চেন্ট মেরিনার, সরকারি চাকরিজীবী, অধ্যাপক, ব্যবসায়ী প্রভৃতি দায়িত্ব পালন করছেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×