ভোলায় ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা


ভোলায় ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় শামীম হোসেন নামের ব্যবসায়ীকে অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধার পর ব্যবসায়িক কাজ শেষে নিজ বাড়িতে যাওয়ার পথে ফুলকাচিয়া ছয় নম্বর ওয়ার্ডের নাগর সরদার, মাসুম, সবুজ ও আমির হোসেন চারটি মোটরসাইকেল দিয়ে রাস্তা ব্যারিকেড সৃষ্টি করে ব্যবসায়ী শামীম হোসেনকে অপহরণের চেষ্টা করে। এক পর্যায়ে এলাকাবাসী জড়ো হওয়া শুরু করলে অভিযুক্তরা শামীমের মোবাইল ও সাথে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। 

অভিযুক্ত নাগর সরদারের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

বিষয়টি নিয়ে নাগর সরদারের বাবা মোসলেম সরদার বলেন, ‘আমার ছেলে এটার সাথে জড়িত নয়, তারা আমাদের নামে বদনাম ছড়াচ্ছে।’

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘এমন একটি অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×