কুড়িগ্রামে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত


কুড়িগ্রামে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

কুড়িগ্রামের উলিপুরে প্রতিপক্ষের হামলায় পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নিহত হয়েছেন। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উলিপুর পৌর শহরের থানা রোডে এ ঘটনা ঘটে। 

নিহত আশরাফুল উলিপুর পৌর শহরের ডিশ ব্যবসায়ী আয়নাল হকের ছেলে।

স্থানীয়রা জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপর একটি পক্ষের লোকজন সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কিল-ঘুষি মারলে আশরাফুল মাটিতে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তার তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

উলিপুর থানা পুলিশের ওসি আব্দুর রশিদ বলেন, আমাদের অফিসারদের ম্যাধমে জানতে পেরেছি ধাক্কা-ধাক্কির ঘটনায় একজন মাটিতে পড়ে গিয়ে মারা গেছেন। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×